বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গাংনী এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা হাওলাদার হেদায়েত হোসেন, মাসুদুর রহমান, পারভেজ আহম্মেদ, ফনিভূষণ মৃধা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় কর্মসূচি নয়, এটি দেশের মানুষের মুক্তি, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রূপরেখা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। দলের প্রতিটি কর্মীকে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। জনগণই আমাদের শক্তি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট বিতরণ করেন। উঠান বৈঠকে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখক নারী-পুরুষসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ