২০১২ সালের ফাইনালে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল চেলসি। এরপর থেকে আর বায়ার্নের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। বুধবার গ্রুপ পর্বের ম্যাচেও চেলসিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে বায়ার্ন।
নিজেদের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০তম মিনিটে লিড পায় বাভারিয়ানরা। চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। নিজেদের বক্সে কেইনকে ট্যাকল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কেইন।
তবে ২৯ মিনিটে পালমার চেলসির হয়ে এক গোল শোধ দিলে ম্যাচ জমে ওঠে। তবে দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনো পাত্তাই পায়নি বর্তমান ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
৬৩তম মিনিটে আবারও এক ভুল করে চেলসি। মালো গুস্তো বায়ার্নের খেলোয়াড়ের চাপে ভুল করে কেইনের কাছে পাস দিয়ে দেন। বল পেয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার।
এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ