দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে মাঠের বাইরে যেতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
গত মঙ্গলবার সোফিয়া গার্ডেনে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন এনগিদি। পরবর্তীতে স্ক্যান করে তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ফলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশে ফিরে যাবেন এই ডানহাতি পেসার।
এনগিদির অনুপস্থিতিতে দলে ডাকা হয়েছে নান্দ্রে বার্গারকে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজেও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ছিলেন এই পেসার। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বার্গার দলের সঙ্গে যোগ দেবেন ম্যানচেস্টারে।
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বুধবার (১১ সেপ্টেম্বর)। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৪ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ট্রেন্ট ব্রিজে, যেখানে দক্ষিণ আফ্রিকা শেষ করবে তাদের ইংল্যান্ড সফর।
বিডি প্রতিদিন/মুসা