জাতীয় দলের জার্সিতে নাম পরিবর্তন করলেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নরওয়ের জার্সির পেছনে এবার থেকে তার পুরো পদবি লেখা হবে ‘Brout Haaland’ (ব্রাউট হালান্ড)। নিজের পূর্ণ পরিচয়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক সূচির প্রস্তুতিতে রয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে তাদের প্রতিপক্ষ মলদোভা।
নরওয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলছে গ্রুপ 'আই'-তে। তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো- ইসরায়েল, ইতালি, এস্তোনিয়া এবং মলদোভা। বড় টুর্নামেন্টে কখনো খেলতে না পারা হালান্ড এবার নিজ দেশকে বিশ্বমঞ্চে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে হালান্ডের। প্রথম ম্যাচেই উলভসের বিপক্ষে জোড়া গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন। ক্লাবের হয়ে যেমন ধারাবাহিক, জাতীয় দলের জার্সিতেও তিনি ভয়ঙ্কর- ৪৩ ম্যাচে করেছেন ৪২ গোল।
বিডি প্রতিদিন/মুসা