এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে ঘোষিত দলে নেই দেশের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, তাকে বাদ পড়তে হয়েছে ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর থেকেই টি-টোয়েন্টি দল থেকে উপেক্ষিত হয়ে আসছেন তিনি। তার ধারাবাহিক অবহেলা এবারও অব্যাহত থাকল, যা নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
বাবরের স্কোয়াডে অনুপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে ওয়াসিম আকরাম বলেন,'ব্যক্তিগতভাবে আমি চাইতাম বাবর আজমকে দলে দেখতে। তবে যেহেতু তাকে রাখা হয়নি, এখন স্কোয়াডে থাকা তরুণ খেলোয়াড়দেরকেই দায়িত্ব নিতে হবে নিজেদের প্রমাণ করার।'
আকরাম আরও যোগ করেন,'এই এশিয়া কাপ হবে ক্রিকেটপ্রেমীদের জন্য এক দুর্দান্ত উৎসব। আমি আশা করি, ভারত ও পাকিস্তান আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হবে। অনেক দিন হয়ে গেছে এটা হলে ক্রিকেটবিশ্বের জন্য দারুণ একটি আয়োজন হবে।'"
বাবরের বাদ পড়া নিয়ে পাকিস্তানি ভক্তদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের অন্যতম ধারাবাহিক ব্যাটারকে বাদ দিয়ে কি সত্যিই দল গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব?
উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে দুবাইয়ে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শিবিরে রয়েছে। এই সিরিজ শুরু হবে ২৯ আগস্ট এবং চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপরই শুরু হবে এশিয়া কাপ।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড : সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
বিডি প্রতিদিন/মুসা