বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী লাল দল। ব্যাটিংয়ে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বালকদের কাছে ৮৭ রানে হার নিশ্চিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে বাংলাদেশ নারী লাল দল অল আউট হয়েছে মাত্র ৯৪ রানে।
১৮২ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় নারীরা। দুই ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে ৩২ রান তোলেন। ইনিংসের ১৬তম ওভারে শারমিন ও তানজিমের উদ্বোধনী জুটি ভাঙেন আফ্রিদি। ৫৪ বলে ২০ রান করেন শারমিন। পরের ওভারে ফিরেন ৪১ বলে ১৬ রানের ইনিংস খেলা আরেক ওপেনার তানজিম।
এরপরই নারীদের ইনিংসে ধস নামে। তিনে নেমে ডাক মারেন নিগার সুলতানা জ্যোতি। এই বিপর্যয় থেকে আর ফিরতে পারেনি তারা। বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আদিব। দুইটি করে উইকেট পেয়েছেন আলিফ ও জাহিন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ছেলেদের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন বায়োজিদ। এছাড়া ৮১ বলে ৪৫ রান করেন আলিফ। ফাহিমের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ২০ রান।
বিডি প্রতিদিন/কেএ