ভারতের এশিয়া কাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন শুবমান গিল। এই তারকা শুধু এক বছর পর দলে ফেরেনইনি তাকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্ব। এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন অক্ষর প্যাটেল। তাকে সরানোর ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
সর্বশেষ ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সহ-অধিনায়ক ছিলেন অক্ষর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলার পর শুবমান গিল জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে। অক্ষরকে সরানোর প্রক্রিয়া নিয়ে তার সাথে কথা বলা বা ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করেন কাইফ।
এক্সে তিনি লিখেছেন, আমি আশা করি অক্ষর প্যাটেলকে আগেই জানানো হয়েছিল যে তিনি সহ-অধিনায়ক থাকছেন না, এমন যেন না হয় যে তিনি সংবাদ সম্মেলন থেকে এটা জেনেছেন। অক্ষর কোনো ভুল করেনি, তাই তার একটা ব্যাখ্যা প্রাপ্য।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৭১টি টি-টোয়েন্টি খেলে সমান ৭১ উইকেট শিকার করেছেন অক্ষর। এছাড়া, ব্যাট হাতে ১৩৯.৩৩ স্ট্রাইক রেটে ৫৩৫ রান করেছেন এই অলরাউন্ডার।
ভারতের স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার, যশস্বী জাইসওয়াল ও লোকেশ রাহুলের মতো তারকাদের। টুর্নামেন্টে ভারত খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে। এছাড়া দলের পেস বিভাগে আছেন জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হার্শিত রানারা। অলরাউন্ডার হিসেবে আছেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়ারা।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কূলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং।
বিডি প্রতিদিন/কেএ