পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর শুরু হওয়া এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক এবং তারকা লেগস্পিনার রশিদ খান।
আগামী ২৯ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে আফগানিস্তান, পাকিস্তান এবং স্বাগতিক ইউএই। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহতে, আর ৭ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্ট। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব, যেখানে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইউএই, হংকং ও ওমান।
আফগানিস্তানের দলটি সিরিজ শুরুর আগে দু'সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাতে। প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ও কয়েকটি অনানুষ্ঠানিক ম্যাচও খেলবে দলটি।
তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম অভিজ্ঞ স্পিনার মুজিব-উর রহমানের। এছাড়া টি-টোয়েন্টিতে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহ জাদরানকেও রাখা হয়নি এই প্রাথমিক দলে। তবে স্কোয়াডে নিয়মিত মুখদের প্রায় সবাই রয়েছেন।
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, সেদিকউল্লাহ আতাল, গুলবাদিন নাঈব, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব জাদরান, ইবরাহিম জাদরান, এএম গজনফর, দারউইশ রাসুলি, নুর আহমদ, লাকানওয়াল, মোহাম্মদ ইশহাক, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, সালিম সাফি, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।
বিডি প্রতিদিন/মুসা