গৌরবোজ্জ্বল জুলাই সংগ্রামের শহীদদের স্মরণে পঞ্চগড়ে শুরু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। মঙ্গলবার বিকালে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার পাঁচটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্রীড়া মানুষকে শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার ফুটবল দল।
বিডিপ্রতিদিন/কবিরুল