নড়াইলে নানা কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. রবিউল ইসলাম ও শহীদ মো. সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত পরিবারের সদস্য ও সম্মুখসারির যোদ্ধাদের সম্মিলন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। বক্তৃতা করেন পুলিশ সুপার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মো. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জুলাইযোদ্ধা মো. টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম, শাফায়েত উল্লাহ। বক্তব্য শেষে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ প্রচার এবং নিহত ও আহতদের নিয়ে ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ