জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরা এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
এদিন প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃতে পুলিশ প্রশাসন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এরপর জেলা পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন কলেন।
তারপর জেলা বিএনপি, মহানগর বিএনপি, জাতিয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২০২৪ সালের আজকেই এই দিন যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি এটি ঐতিহাসিক একটি দিন। হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় শতকের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে এই গণঅভ্যুথান হয়েছিল।
তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোন বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে। কারো অধিকার হরণ হবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। আমরা এই গণঅভ্যুথানে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
বিডি প্রতিদিন/হিমেল