গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নতুন করে কেউ কোনো চক্রান্তের জাল বুনতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার বিকেলে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রিন্স।
সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে নিহত হালুয়াঘাটের শহীদ বিজয় ফরাজী, সেলিম সেখ, মুনিরের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি শহীদ পরিবারের হাতে শহীদ স্মারক তুলে দেন। পরে একটি বর্ণাঢ্য মিছিল হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নতুন কোনো চক্রান্তের জাল কেউ বুনতে চাইলে, সে বা তারা যেই হউক না কেন জনগণ তাদের প্রতিহত করবে। গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।
নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া দেশকে যেমন স্থিতিশীল রাখা যাবে না, তেমনি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণসহ সংস্কার, গণ অভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার সম্ভব না।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বিজয় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, শহীদ বিজয় ফরাজীর ভগ্নীপতি মাসউদ রানা, শহীদ সেলিম সেখের পিতা আলাউদ্দিন সেখ, শহীদ মুনিরের পিতা নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত