নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান চেতনা ধরে রাখতে দিবসটি উপলক্ষে শহীদদের অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বিজয় র্যালি ও জুলাই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রথম বৈষম্যবিরোধী আন্দোলনে সড়কে বেরিক্যাড দেয়া নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিনব্যাপী নানা আয়োজনে মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিগুলো পালন করে।
শিক্ষক শিক্ষার্থীরা দিবসের তাৎপর্য তুলে ধরে অস্থায়ী ক্যাম্পাসেই (টিটিসি) পতাকা উত্তোলন, বিজয় র্যালী, জুলাই প্রদর্শনী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবস পালন করেছে।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন ও রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ। পরে জুলাই যোদ্ধা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে অস্থায়ী ক্যাম্পাস থেকে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে একটি বিজয় র্যালি বের করে স্থায়ী ক্যাম্পাসের দিকে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে অস্থায়ী (টিটিসি) ক্যাম্পাসে এসে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন শেষে আলোচনা সভা, আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে মোক্তাপাড়ায় একটি বিজয় র্যালি বের হয়ে পাবলিক হলে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল