ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাংকারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য—এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। সোমবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এ অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।
এসভিআরের বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ তেলবাহী জাহাজে হামলার ছক আঁকছে। রাশিয়ার দাবি, মস্কোর জ্বালানিবাহী জাহাজকে আটকানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা।
এমন সময়ে এই অভিযোগ উঠল, যখন ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ঘিরে চাপে পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে, যেসব সদস্য রাষ্ট্র ইউক্রেনকে এই সিস্টেম দিয়েছে, তারা হয়তো ২০৩২ সালের আগে নতুন সরঞ্জাম পাবে না। ইতোমধ্যে জার্মানি মার্কিন প্রশাসনের কাছে ‘ওয়াটারটাইট গ্যারান্টি’ চেয়েছে।
এদিকে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চুক্তিতে পৌঁছায়নি ইউক্রেন ও রাশিয়া। আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও নতুন শর্ত জুড়েছে ক্রেমলিন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব, যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে।
তিনি বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রতিনিধি পর্যায়ে বাস্তব অগ্রগতি ছাড়া শীর্ষ বৈঠক অর্থহীন হবে। এসময় পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাম্প্রতিক মস্কো সফর প্রসঙ্গে পেসকভ বলেন, এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলপ্রসূ ও প্রয়োজনীয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে মোতায়েন করা সাবমেরিন নিয়ে প্রশ্নে তিনি জানান, পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধে রাশিয়া অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/শআ