নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
এর আগে গতকাল সোমবার মুমূর্ষু শিশুটিকে কৃত্রিম অক্সিজেন দিয়ে তার বাবা উন্নত চিকিৎসার জন্য লঞ্চযোগে ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। লঞ্চটি রাত ৮টায় ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি তৈরি হয়। তৎক্ষণাৎ শিশুটির বাবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড অবগত হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোটে লঞ্চটির দিকে রওনা হয়। পরে মেডিকেল টিম শিশুটিকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোটে করে সদরঘাটে নিয়ে আসে।
এরপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (ঢাকা শিশু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়। কোস্ট গার্ড সর্বদা জনসেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/জামশেদ