ছেলেবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক ছিলেন ব্রায়ান এমবুমো। ফুটবল খেলার শুরুর দিনগুলোতে গায়ে চাপাতেন ইউনাইটেডের জার্সি, হৃদয়ে ধারণ করতেন ক্লাবটিকে। সেই স্বপ্নের ক্লাবেই অবশেষে পা রাখলেন ক্যামেরুন জাতীয় দলের এই উইঙ্গার। ব্রেন্টফোর্ড থেকে ইউনাইটেডে যোগ দিয়ে নিজের স্বপ্নপূরণে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী এই ফুটবলার।
কয়েক সপ্তাহ ধরেই তাঁর সম্ভাব্য ট্রান্সফার নিয়ে গুঞ্জন চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো, ব্রেন্টফোর্ড ছাড়লেন এমবুমো, নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি, যার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
ট্রান্সফার ফি নিয়েও অনেক আলোচনা হয়েছে। অবশেষে জানা গেছে, এমবুমোকে পেতে ইউনাইটেডের খরচ পড়ছে ৬৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮৮ মিলিয়ন মার্কিন ডলার)। সঙ্গে রয়েছে আরও ৬ মিলিয়ন পাউন্ডের সংযুক্তি, যা নির্ধারিত কিছু শর্ত পূরণ হলে যোগ হবে।
ব্রায়ান এমবুমোর জন্ম ফ্রান্সে, বাবা ক্যামেরুনের এবং মা ফরাসি। ফ্রান্সের বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেললেও আন্তর্জাতিক ফুটবলে বাবার দেশ ক্যামেরুনকেই বেছে নেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে ফ্রান্সের ক্লাব তোয়াহর একাডেমিতে যোগ দিয়ে শুরু করেন নিজের ফুটবল ক্যারিয়ার। পেশাদার পর্যায়ে অভিষেকও হয় সেই ক্লাব থেকেই।
২০১৯ সালে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবুমো, ক্লাবটির ইতিহাসে রেকর্ড ট্রান্সফার হিসেবে। এরপর দ্রুতই হয়ে উঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ব্রেন্টফোর্ডের চমকপ্রদ পারফরম্যান্সের পেছনে বড় অবদান ছিল তাঁর। ২০ গোল করে ছিলেন লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।
এবার ইউনাইটেডে যোগ দিয়ে আরও বড় মঞ্চে নিজের প্রমাণ রাখার সুযোগ পেলেন এমবুমো। শৈশবের প্রিয় ক্লাবের জার্সিতে নাম লিখিয়ে উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড জানিয়েছেন, 'এটা শুধু একটা চুক্তি নয়, আমার জীবনের স্বপ্নপূরণ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি।'
বিডি প্রতিদিন/মুসা