আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভার খেলেও ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং। তবে বাংলাদেশের বিপক্ষে আজ ভিন্ন রূপ দেখিয়েছেন দলটির ব্যাটাররা। শুরুর দিকে দেখেশুনে খেললেও শেষদিকের আক্রমণে ভালো পুঁজি পেয়েছে তারা। স্লো আউটফিল্ড ও পিচ বিবেচনায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়েছে হংকং। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে দলটি।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় হংকং। তাসকিন আহমেদের বলে মাত্র ৪ রানে অংশুমান রাথ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন। এরপর বাবর হায়াতকেও (১৪) ফেরান তানজিম সাকিব। তবে মাঝের ওভারে জুটি গড়ে লড়াইয়ে ফেরে দলটি।
নিজাকাত খান (২০ বলে ৪২) ও অধিনায়ক ইয়াসিম মুর্তজার (১৯ বলে ২৮) কার্যকরী ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় হংকং। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪৩ রানে থামে তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন তরুণ পেসার তানজিম সাকিব। তিনি ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে নেন ২ উইকেট। সমান সংখ্যক উইকেট নেন তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিশোধের ম্যাচে এখন ব্যাট হাতে নামবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/জুনাইদ