লর্ডসে নাটকীয় জয় পেয়েও খুশির মাঝেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, অধিনায়ক বেন স্টোকসের দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও দিতে হচ্ছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাপ্ত ওভার সম্পন্ন না করতে পারলে দলকে শাস্তির মুখে পড়তে হয়। এই নিয়ম অনুযায়ীই শাস্তি পেয়েছে ইংল্যান্ড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসির এলিট প্যানেল এই সিদ্ধান্ত নেয়।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।
এই শাস্তির ফলে ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট ২৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। তাদের জয় শতাংশও কমে গেছে ৬৬.৬৭ থেকে ৬১.১১-তে। এর প্রভাব পড়েছে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান হারিয়ে এখন তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড।
বিশেষজ্ঞদের মতে, এমন গুরুত্বপূর্ণ সিরিজে জয়ের পরও পয়েন্ট হার ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে চ্যাম্পিয়নশিপের শেষভাগে যখন প্রতিটি পয়েন্ট মূল্যবান হয়ে ওঠে। আইসিসি বারবার সতর্ক করে আসছে স্লো ওভার রেটের বিষয়ে, তবে এই ঘটনা প্রমাণ করে যে, নিয়ম ভাঙলেই কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/মুসা