বাগেরহাটের শরণখোলায় সাপের কামড়ে ফজিলা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। বুধবার সকালে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফজিলা বেগম ওই গ্রামের মানিক গাজীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে ফজিলা বেগম ঘর থেকে বের হচ্ছিলেন। দরজা খুলে বাইরে পা রাখতেই চৌকাঠের ফাঁকে লুকিয়ে থাকা বিষধর একটি সাপ তাকে দংশন করে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করেন। তবে কি সাপে তাকে কামড় দিয়েছে তা জানা যায়নি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, সাপে কাটা নারীকে মৃত অবস্থাতেই হাপাতালে আনা হয়েছিলো।
বিডি প্রতিদিন/এএম