ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। হত্যার শিকার যুবক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি বলেছেন, প্রিয়া অপরাধ করেছেন। তাকে কোনো ক্ষমা করা হবে না। তার মৃত্যুদণ্ড হতেই হবে। খবর এনডিটিভির।
আবদেল ফাত্তাহ এই মামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম যেভাবে ‘দোষী ব্যক্তিকে ভিকটিম হিসেবে চিত্রিত করার জন্য বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে।
আজ বুধবার নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের কূটনৈতিক দৌড়ঝাঁপের কারণে তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে।
এদিকে, সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত বুধবার পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, প্রিয়াকে মুক্তি দেয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স প্রিয়া ২০১৭ সালে নিজের ব্যবসায়িক অংশীদার তালাল আবদুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে তিনি ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটা বিদ্রোহী হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
বিডি-প্রতিদিন/শআ