গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে ছাত্রশিবির। বুধবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ হয়।
এতে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, বাংলাদেশপন্থী ঐক্যের ফসল জুলাই বিপ্লব। এই পক্ষের শক্তির যদি আঘাতপ্রাপ্ত হয়, হোক সে বিএনপি, এনসিপি বা অন্য কেউ, আমরা রাজপথে প্রতিবাদ করবো। আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।
তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে এটা শুধু আওয়ামী লীগের নয়, বরং দিল্লির ষড়যন্ত্র। এই ক্যাম্পাসও গোপালগঞ্জ হতে পারে। কারণ ফ্যাসিস্টের দোষররা গণআন্দোলন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, শিক্ষার্থীরা এই চিহ্নিত সন্ত্রাসীদের পোস্টার লাগিয়েছে, অথচ তাদের অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
মুজাহিদ ফয়সাল আরও বলেন, ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তাদের এখনও বহিষ্কার করা হয়নি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে হুশিয়ারী দেন তিনি।
এর আগে,বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এনসিপির অভিযোগ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন সংঘবদ্ধ হয়ে সমাবেশে হামলা চালিয়েছে। এ ঘটনায় ৪ জন নিহতসহ পুলিশ-সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ