বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জন রোগী সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া বৃদ্ধার নাম সুমতি (৬৫)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা এবং সুখরঞ্জন নামে এক ব্যক্তির স্ত্রী। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৬,৬৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬,৩০০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন এবং বর্তমানে ৩৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা জেলায়। এখন পর্যন্ত বরগুনায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪,০০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩,৮০৪ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯১ জন। বরগুনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলায় একজন মারা গেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ