গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ এলাকায় যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গোপালগঞ্জে এনসিপি সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ৪ প্লাটুন বিজিবি সদস্য। এর আগে, সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।
গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।
বিডি প্রতিদিন/কেএ