টি-টোয়েন্টি সিরিজের নির্ধারণী ও শেষ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে দুই দলই একটি করে জয় পেয়েছে। এমন অবস্থায় সিরিজ নির্ধারণী ম্যাচে চাপের মুখে পড়তে পারে যে কোনো দল। তবে শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া জানিয়েছেন, তার দল কোনো চাপ অনুভব করছে না।
মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জয়াসুরিয়া বলেন, 'এটা চাপ নয় আসলে। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। সবসময়ই চাপ থাকে, তবে এই ম্যাচকে আমরা চাপ হিসেবে নিচ্ছি না।'
বাংলাদেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে এসেছে লঙ্কানরা। এখন চোখ তাদের টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিকে। যদিও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তবুও আত্মবিশ্বাস হারায়নি শ্রীলঙ্কা। জয়াসুরিয়া বলেন, 'শ্রীলঙ্কার মানুষ চায় দল ভালো করুক, খেলোয়াড়রাও সেটাই চায়। আমরা আমাদের সেরাটা দিয়ে মাঠে নামব।'
শেষ ম্যাচটিও ব্যাটিং সহায়ক পিচে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সন্তুষ্ট লঙ্কান কোচ বলেন, 'সিরিজজুড়েই আমরা ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, সব ফরম্যাটে। মঙ্গলবার উইকেট দেখেছি, এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে আশা করছি, কাল ভালো ব্যাটিং উইকেট হবে।'
বিডি প্রতিদিন/মুসা