পুকুরে ঝাপিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি বরিশাল মহানগর ছাত্রলীগের কর্মী রিসাদের। ছাত্রদল নেতাকে দেখে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে ঝাপিয়ে পড়ে সে। পুকুরে লুকোচুরি করার পর ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে বলে বরিশাল কলেজ ছাত্রদল নেতা মো. আশিক জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলযোগে সদর রোডের দিকে আসছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা তাকে দেখতে পেয়ে পুকুরে ঝাপিয়ে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে সে তীরে আসে। তখন পুলিশ তাকে গ্রেফতার করেছে।
কোতয়ালী মডেল থানার আদালতের জিআরও এসআই এনামুল হক বলেন, ছাত্রলীগ কর্মী রিসাদ মাহবুব (২৬) নগরীর মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে। তাকে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেলে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ