জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে।
বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
এতে বলা হয়, ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১৯ আগস্ট থেকে শুরু হবে। এ পরীক্ষার তত্ত্বীয় অংশ চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। তত্ত্বীয় শেষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী-পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার সব নিয়মাবলি মেনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ