গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত দশটায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এসময় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। তারা সেখানে আওয়ামী লীগ বাদে অন্য কোনও সংগঠনকে কোনও কর্মসূচি পালন করতে দেবে না বলে ঘোষণা দেয়। সেই ঘোষণা উপেক্ষা করে এনসিপি কর্মসূচি পালন করলে সেখানে হামলার ঘটনা ঘটে। যত বাধাই আসুক এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবে।
গোপালগঞ্জে হামলার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও এসময় নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন। মুজিববাদি সন্ত্রাসীদের হাত থেকে গোপালগঞ্জবাসীকে রক্ষায় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। একই সাথে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে চলমান কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন।
নাহিদ ইসলাম বলেন, এখানে পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা রয়েছে ব্যর্থতা রয়েছে। গোপালগঞ্জে যদি শুরু থেকেই পুলিশ সতর্ক থাকত তাহলে এই ঘটনা ঘটতো না। আওয়ামীলীগ এখন জঙ্গি সংগঠনের মত কাজ করছে।
এনসিপি আহ্বায়ক বলেন, এখানে এনসিপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও সমাবেশে উপস্থিত ছিল। ফলে তাদের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে দেখা উচিত ছিল। এ কারণে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।
বিডি-প্রতিদিন/শআ