ফেসবুকে অন্যের তৈরি কনটেন্ট নকল করে নিয়মিত পোস্ট করা ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে মেটা। মূল নির্মাতাদের কনটেন্টের স্বীকৃতি নিশ্চিত করা এবং স্প্যাম কমাতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা অনুমতি ছাড়াই অন্যের তৈরি ভিডিও, ছবি বা লেখা হুবহু নকল করে নিজেদের নামে পোস্ট করেন, তাদের ফেসবুকের আয় করার সুযোগ— অর্থাৎ মনিটাইজেশন প্রোগ্রাম থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের পোস্টের নাগাল বা ‘রিচ’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে।
মেটার তথ্যমতে, প্রায়ই দেখা যায় একই ভিডিও, মিম বা লেখা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বারবার পোস্ট করা হচ্ছে, যা অনেক সময় মূল নির্মাতার অনুমতি ছাড়াই প্রচারিত হয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা একঘেয়ে হয়ে যায় এবং নতুন ও সৃজনশীল নির্মাতাদের পক্ষে প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়া কঠিন হয়ে পড়ে।
মেটা জানিয়েছে, ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝতে পারে যে কোনো কনটেন্ট নকল বা পূর্বে অন্যের দ্বারা প্রকাশিত, তখন সেই পোস্টগুলোর রিচ কমিয়ে দেওয়া হয়। এতে নকল কনটেন্ট জনপ্রিয়তা হারায় এবং মূল নির্মাতারা তাদের কনটেন্টের যথাযথ স্বীকৃতি পান।
মূল নির্মাতাদের স্বীকৃতি নিশ্চিত করতে মেটা কিছু পরীক্ষামূলক ফিচার চালু করেছে। এর আওতায় কোনো ভিডিও যদি নকল হয়, তবে সেটির সঙ্গে মূল ভিডিওর লিংক যুক্ত থাকবে, যাতে দর্শকরা সহজেই মূল কনটেন্টে পৌঁছাতে পারেন।
তবে যারা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ব্যাখ্যা, মতামত, ভয়েসওভার বা বিশ্লেষণ যুক্ত করেন, তাদের ওপর এই কঠোর নীতিমালা প্রযোজ্য হবে না। বরং অর্থবহ সম্পাদনা ও নিজস্ব উপস্থাপনার মাধ্যমে কনটেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে মেটা। সূত্র : দ্য ভার্জ।
বিডি-প্রতিদিন/শআ