যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করে প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি প্রশাসনিক ভবনের সম্মুখে শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে যেয়ে শেষ হয়।
পরবর্তীতে জুলাই শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, আইকিউএসির পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ফোরাম ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।
পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষ্যে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এছাড়াও বাদ যোহর সকল শহীদগণের স্মরণে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ