আবাহনী লিমিটেডের দায়িত্ব প্রথমবারের মতো নিয়ে খুব একটা খারাপ করেননি ফুটবল কোচ মারুফুল হক। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে দলকে করেছেন রানার্সআপ। বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে শুরু থেকে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ লড়াই করেছে আকাশি-নীল জার্সিধারীরা।
এবারও নতুন মৌসুমে এএফসি প্রো লাইসেন্সধারী কোচের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপসহ ঘরোয়া ফুটবলে ঢাকা আবাহনীর ডাগআউটে দেখা যাবে দেশের অন্যতম সেরা এই কোচকে।
আবাহনী এএফসি কাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। ১২ আগস্ট এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। শিগগিরই অনুশীলন শুরু হওয়ার কথা।
এদিকে টানা দ্বিতীয় মৌসুমে আবাহনীর দায়িত্ব পেয়ে খুশি মারুফুল। তিনি বলেন, ‘আমাকে নতুন মৌসুমেও থাকতে বলা হয়েছে। আমি সম্মতি দিয়েছি। কয়েকদিনের মধ্যে দলের প্রস্তুতি শুরু হবে। প্রথমেই এএফসি কাপ। কিরগিজস্তান দলটি ভালো। তাদের দলে ইউক্রেনের নয়জন খেলোয়াড় রয়েছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করছি, নিজেদের মাঠে ইতিবাচক কিছু হবে।’
বিডি প্রতিদিন/নাজিম