ভারত প্রথম ওয়ানডেতে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ওপেনার স্মৃতি মান্ধানা। তার ব্যাটিং নৈপুণ্যের ফল মিলেছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়েও নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন এই বাঁহাতি স্টাইলিশ ব্যাটার।
মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, মান্ধানা এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টকে টপকে প্রথম স্থানে ফিরেছেন। যদিও দুই ব্যাটারের মধ্যে ব্যবধান খুব বেশি নয় মান্ধানার রেটিং ৭৩৫, আর সিভার-ব্রান্টের ৭৩১।
এই নিয়ে চতুর্থবার ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন মান্ধানা। প্রথমবার উঠেছিলেন ২০১৯ সালের জানুয়ারিতে, আর সর্বশেষ ছিলেন গত জুলাইয়ে।
চলমান ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে নিউ চান্ডিগড়ে, মান্ধানা খেলেন ৬৩ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস, যাতে ছিল ২টি ছক্কা ও ৬টি চার। এই ইনিংসের সুবাদে তার রেটিংয়ে যুক্ত হয়েছে ৭ পয়েন্ট।
এই ম্যাচে ফিফটি করে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন মান্ধানার দুই সতীর্থ প্রাতিকা রাওয়ালচার ধাপ এগিয়ে এখন ৪২তম, আর হার্লিন দেওল পাঁচ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন আগের মতোই সোফি এক্লেস্টোন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছেন গার্ডনার।
বিডি প্রতিদিন/মুসা