উইম্বলডনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে কোয়ার্টার ফাইনালে। পুরুষ ও নারী এককে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।
রবিবার রাতে পুরুষদের শেষ ষোলোর ম্যাচে আন্দ্রে রুবলেভকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস। ৫–৭, ৬–৩, ৬–৪, ৬–৪ সেটে জয় পান স্প্যানিশ তরুণ। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির।
অন্যদিকে, সোমবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ১–৬, ৬–৪, ৬–৪, ৬–৪ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচ।
ইতালির ফ্লাভিও কোবোল্লিও চমক দেখিয়ে মারিন চিলিচকে ৬–৪, ৬–৪, ৬–৭, ৭–৬ সেটে হারিয়ে দিয়েছেন।
রবিবার রাতে এলিস মার্টেন্সকে ৬–৪, ৭–৬ সেটে হারিয়ে শেষ আটে উঠেছেন বিশ্বের দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কা। আজ তিনি খেলবেন জার্মান প্রতিদ্বন্দ্বী লরা সিগেমুন্ডের বিরুদ্ধে।
নারী এককে আরও জায়গা করে নিয়েছেন আমান্ডা আনিসিমোভা, বেলিন্দা বেন্সিচ ও লিউডমিলা সামসোনোভা।
এবারের উইম্বলডনে পরীক্ষামূলকভাবে লাইন আম্পায়ারদের বদলে ব্যবহার হচ্ছে সম্পূর্ণ অটোমেটেড ইলেকট্রনিক লাইন কলিং প্রযুক্তি। কিন্তু বিতর্ক উঠেছে সোনে কার্টাল ও আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার ম্যাচে। একটি বল পরিষ্কারভাবে আউট হলেও প্রযুক্তি তা শনাক্ত করতে ব্যর্থ হয়।
এ নিয়ে পাভলিউচেঙ্কোভা খেলা থামিয়ে চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগ জানান। যদিও পয়েন্টটি কার্টালের পক্ষে গেলে তিনিই গেমটি জেতেন। শেষ পর্যন্ত অবশ্য পাভলিউচেঙ্কোভা ম্যাচে জয়ী হন।
বিডি প্রতিদিন/মুসা