ভোলার দৌলতখানে উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হল দৌলতখান উপজেলার দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা এবং মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। নিহত দুজন আপন খালাতো বোন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলছিল। সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার করা হয়। অবশেষে রাত ১০টার দিকে প্রথমে জোবায়দাকে পুকুরে ভাসতে দেখা যায়। এরপর লোকজন পুকুরে নেমে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ