পটুয়াখালীর কলাপাড়ায় ১০টি মামলার ৫টিতে সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া থানার এসআই ফোরকান ও এসআই মো.কামরুজ্জামান’র নেতৃত্বে একদল চৌকস পুলিশ বুধবার রাতে আলীপুর বন্দর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রেজাউল করিম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে বলে জানানিয়েছেন পুলিশ।
কলাপাড়া থানার এসআই ফোরকান জানান, তার নামে ১০ মামলা রয়েছে। এর মধ্যে ৫টিতে সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রেজাউল করিমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম