ডাক অধিদপ্তরের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে এখনো কেবল একটি বড় এমএফএস প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগ তৈরি করতে হবে। সে কারণেই নগদকে ডাক বিভাগের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে ডাক বিভাগের এ সেবা পরিচালনার সক্ষমতা নেই। নগদে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত করতে হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। আগের মালিকদের কারণে ইওসি সংক্রান্ত অনিয়মের যে সমস্যা তৈরি হয়েছিল, তা সমাধান করা হয়েছে। প্রায় দেড় কোটি ভুয়া ও অকার্যকর হিসাব বাদ দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি এখন পুনর্গঠনের পথে। প্রযুক্তি খাতে বিনিয়োগ টানতে কৌশলগত বিনিয়োগকারী প্রয়োজন উল্লেখ করে গভর্নর বলেন, বিকাশের মতো ধাপে ধাপে বিনিয়োগ করতে সক্ষম এমন একটি প্রতিষ্ঠান দরকার। আশা করছি, নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ অনেকে বক্তব্য দেন।