তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে বলে জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেফতারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন-মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।’
বিডি-প্রতিদিন/বাজিত