সামুদ্রিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে উপকূলীয় মৎস্যজীবীদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় বহু-পক্ষীয় মাল্টি-স্টেকহোল্ডার মৎস্যজীবী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, ওশান গ্রান্টস প্রোগ্রাম ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায়। এতে মৎস্যজীবী পরিবার, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সিঁড়ি এনজিও প্রজেক্ট ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস। বক্তব্য রাখেন উত্তরণ’র এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মো. আবু এমরান, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, ফ্রেন্ডশিপ’র রিজিওনাল কো-অর্ডিনেটর মো. সাইদুর রহমান, সমাজ উন্নয়ন সংস্থা অনির্বান’র কমিউনিটি মোবিলাইজার সিরাজাম মনিরা প্রমুখ।
পরে জেলে প্রতিনিধি মো. রুহুল মাঝিকে সভাপতি ও রিও নির্বাহী পরিচালককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটি উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকা টেকসই করতে কাজ করবে।
বিডি প্রতিদিন/আশিক