২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এখন প্রিমিয়ার ক্রিকেটের প্রতিনিধি সংখ্যা ১২ জন। ক্যাটাগরি-২-এ প্রিমিয়ার ক্রিকেটের ১২ ক্লাব, প্রথম বিভাগ ২০, দ্বিতীয় বিভাগ ২৪ ও তৃতীয় বিভাগের ২০ ক্লাবের প্রতিনিধিরা ভোট দেবেন। মোট ৭৬ জন ক্লাব প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত করবেন ১২ পরিচালক।
ক্লাব কর্মকর্তাদের আনাগোনা বেড়ে গেছে বিসিবিতে। সবাই ব্যস্ত। সবার ব্যস্ততা বিসিবির নির্বাচন নিয়ে। যদিও নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ ৩০ সেপ্টেম্বর। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল ২০২১ সালের ৯ অক্টোবর। পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে আরও এক মাস। বিসিবির বর্তমান পরিচালকরাও নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনীত পরিচালক দুজন। বাকি ২৩ জন তিন ক্যাটাগরিতে নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ থেকে ১০, ক্যাটাগরি-২ থেকে ১২ এবং ক্যাটাগরি-৩ থেকে একজন নির্বাচিত হবেন পরিচালক। বিসিবির পরিচালকরা সরাসরি নির্বাচিত করবেন সভাপতি এবং সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি। বর্তমান কমিটির মেয়াদ শেষ ৩০ সেপ্টেম্বর। তাহলে বিসিবির নির্বাচন কবে? বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘বিসিবি চাইছে অক্টোবরে প্রথম সপ্তাহে নির্বাচন। সে হিসাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহাবুব আনাম। বিসিবির অন্যতম পরিচিত মুখ মাহাবুব আনাম বোর্ডের সঙ্গে সরাসরি জড়িত ২০০০ সাল থেকে। ২৫ বছর ধরে তিনি কাজ করছেন বিসিবির কমিটিতে। ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, তিনি বিসিবির সভাপতি নির্বাচন করতে পারেন। নানামুখী চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মাহাবুব আনাম সরে দাঁড়ালেও আলোচনায় এখন আমিনুল ইসলাম বুলবুল। নাম জানাতে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, বিসিবির সভাপতি পদে নির্বাচন করার সম্ভাবনা রয়েছেন বুলবুলের। মে মাসে বিসিবির দায়িত্ব নেন বুলবুল। তখন জানিয়েছিলেন, টি-২০ ম্যাচ খেলতে চান। এখন শোনা যাচ্ছে, তিনি টেস্ট খেলতে প্রস্তুত। এর মানে, তিনি বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী। বিসিবির বর্তমান সভাপতি ব্যস্ত সময় পার করছেন। তিনি এখন চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেটের জন্য। ক্রিকেট উপযোগী মাঠের জন্য তিনি গোটা দেশ চষে বেড়াচ্ছেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হতে পারেন। বোর্ড সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নির্বাচন প্যানেল চূড়ান্ত করতে সিইও নিজামুদ্দিন চৌধুরি সুজনকে নির্দেশ দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির জন্য বেশ কয়েকজনের নাম বাছাই করেছে বিসিবি। তাদের থেকেই নির্বাচন প্যানেল চূড়ান্ত করা হবে।
২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে। ক্যাটাগরি-১-এ ভোট দেবেন বিভাগ ও জেলা প্রতিনিধিরা। দেশে আটটি বিভাগ। কিন্তু ভোটাধিকার নেই ময়মনসিংহ বিভাগের। এ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হবেন ১০ জন। এ ক্যাটাগরিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে ছয়জন; রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট থেকে একজন করে চার পরিচালক নির্বাচিত হবেন। আগের গঠনতন্ত্রে ক্যাটাগরি-২-এর প্রতিনিধি ছিলেন প্রিমিয়ার বিভাগের ১৮ জন। ১২ ক্লাবের একজন করে প্রতিনিধি ছাড়াও ছিল সুপার লিগে খেলা ছয় ক্লাবের আরও ছয় প্রতিনিধি। ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এখন প্রিমিয়ার ক্রিকেটের প্রতিনিধি সংখ্যা ১২ জন। ক্যাটাগরি-২-এ প্রিমিয়ার ক্রিকেটের ১২ ক্লাব, প্রথম বিভাগ ২০, দ্বিতীয় বিভাগ ২৪ ও তৃতীয় বিভাগের ২০ ক্লাবের প্রতিনিধিরা ভোট দেবেন। মোট ৭৬ জন ক্লাব প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত করবেন ১২ পরিচালক। ক্রিকেটপ্রেমীদের নজর এখন ক্যাটাগরি-২-এর দিকে। ক্যাটাগরি-৩-এ জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচজন, জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ১০ জন সাবেক ক্রিকেটার, বিকেএসপির একজন, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার একজন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন, আম্পায়ার্স ও স্কোরার্সদের পক্ষে একজন, বিসিবি সভাপতি মনোনীত জাতীয় দলের সাবেক পাঁচ ক্রিকেটার থাকবেন।