শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছেন না। শুধু তাই নয়, আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। সেখানেই নিশ্চিত হয়, দলের নিয়মিত মুখ হাসারাঙ্গা নেই এই সফরে। এর আগে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, হাসারাঙ্গার অনুপস্থিতিতে লঙ্কানদের স্পিন আক্রমণের মূল দায়িত্ব থাকবে মাহেশ থিকসানা ও উদীয়মান স্পিনার দুনিথ ভাল্লালাগের কাঁধে। দুজনই আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই।
জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ সেপ্টেম্বর হারারে স্পোর্টস ক্লাবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যথাক্রমে ৬ ও ৭ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চরিথ আশালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ভাল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহেশ থিকসানা, দুশান হেমন্ত, দুশ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানা।
বিডি প্রতিদিন/মুসা