র্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলায় চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গত ১৮ জুলাই বিকেলে মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষণিক ভিকটিম আসামিদের ঘর নির্মাণে বাধা প্রদান করলে এজাহারে বর্ণিত আসামিরা এলোপাতাড়ি মারধর করে হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রেক্ষিতে নিহতের বড় ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ২৭ আগস্ট বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর হরতকিতলা চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মৃত আছাব উদ্দিন মুন্সি ছেলে মো. আব্দুল লতিফ মিয়া (৬৫) আব্দুর হাকিমের স্ত্রী লাইলী বেগম (২৮), আব্দুল লতিফের ছেলে মো. শহিদুল ইসলাম(২৬)মৃত আব্দুল কাদেরের ছেলে মো. হাকিম আলী(২৮)কে গ্রেফতার করে। তাদের সকলের বাড়ি কাউনিয়া উপজেলায়। পরবর্তীতে ওই দিন রাতে পৃথক আরও একটি অভিযানে র্যাব-১৩ এবং র্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানার ভিভিআইপি মোড় সংলগ্ন এলাকা থেবে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন