উইম্বলডন টেনিসে আরেকটি স্মরণীয় মাইলফলকে পৌঁছালেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। টেনিস ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে একক প্রতিযোগিতায় শততম জয় তুলে নিয়েছেন তিনি।
শনিবার তৃতীয় রাউন্ডে স্বদেশি মিওমির কেচমানোভিচকে মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটেই সরাসরি সেটে (৬-৩, ৬-০, ৬-৪) হারিয়ে নতুন এই রেকর্ড ছুঁয়ে ফেলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। ম্যাচ শেষে চেনা উদযাপন ‘পাম্পিং ডান্স’ করে নিজের শততম জয় উদযাপন করেন তিনি।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, 'উইম্বলডন শুধু আমার প্রিয় নয়, এটি প্রায় সব টেনিস খেলোয়াড়ের স্বপ্নের টুর্নামেন্ট। শৈশবে এখানে জয়ের স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন বহুবার পূরণ করতে পারার সুযোগ পেয়েছি। এই টুর্নামেন্টে যে কোনো ইতিহাস গড়া আমার জন্য সৌভাগ্যের।'
উইম্বলডনের এককে শততম জয়ের ক্লাবে এর আগে ছিলেন শুধু দুই কিংবদন্তি। নারী এককের ৯ বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভা ও পুরুষ এককে ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
ফেদেরার ১০৫ জয় নিয়ে এখনও শীর্ষে থাকলেও, চলতি টুর্নামেন্টে শিরোপা জিতলে তাকে ছুঁতে আর মাত্র একটি জয় পেছনে থাকবেন জোকোভিচ।
তবে তার লক্ষ্য শুধু রেকর্ড জয়ে থেমে নেই। ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা উইম্বলডনে চ্যাম্পিয়ন হতে পারলে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়বেন।
বিডি প্রতিদিন/মুসা