বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও। শনিবার ব্রাজিলের সেরি ‘আ’ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নেমে খেলেছেন নিজের ক্যারিয়ারের ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিল্টনের দীর্ঘদিনের রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, পিটার শিল্টন খেলেছেন মোট ১,৩৯০টি ম্যাচ, যদিও শিল্টনের দাবি, তার ম্যাচসংখ্যা ১,৩৮৭। ফাবিওর সর্বশেষ ম্যাচের পর এখন দুজনই যৌথভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে শীর্ষে অবস্থান করছেন।
৪৪ বছর বয়সী ফাবিও পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৭ সালে। যেই বছরই অবসর নিয়েছিলেন শিল্টন। এরপর ধীরে ধীরে তিনি ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হয়ে ওঠেন। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন উনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং বর্তমানে ফ্লুমিনেন্সের হয়ে ২৩৪ ম্যাচ।
ক্যারিয়ারের এই ঐতিহাসিক অর্জনকে ঈশ্বরের দান হিসেবে দেখছেন ফাবিও। ম্যাচ শেষে তিনি বলেন,
‘ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। তাঁর ছাড়া এটা সম্ভব হতো না। জীবনে যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সতীর্থদের সাহায্য করাই সব সময় আমার মূল লক্ষ্য ছিল।’
২০২৩ সালে ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতা ফাবিও এখন আরও একটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।
আগামী মঙ্গলবার কোপা সুদআমেরিকানায় আমেরিকা দে কালি’র বিপক্ষে মাঠে নামলেই ১,৩৯১তম ম্যাচ খেলে পিটার শিল্টনকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে এককভাবে রেকর্ড গড়বেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
বিডি প্রতিদিন/মুসা