ইংল্যান্ডের নতুন পেস সেনসেশন সনি বেকার হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। রবিবার (১৭ আগস্ট) দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলতে নেমে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ২২ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার গড়েছেন দুর্দান্ত এই কীর্তি।
শুরুটা যদিও ভালো ছিল না তার। প্রথম ১০ বলে হজম করেছিলেন চারটি বাউন্ডারি। কিন্তু এরপর নিজেকে দারুণভাবে ফিরে পান বেকার। ১৭ বল করে ২১ রানে ৩ উইকেট নিয়ে নিজের দলের বড় জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে দ্য হান্ড্রেডের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বেকার। তার আগে স্যাম কারান (২০২৪), টাইমাল মিলস (২০২৩) ও ইমরান তাহির (২০২১) এই তালিকায় নাম লিখিয়েছিলেন।
দুই দিন আগেই ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পান সনি বেকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই তরুণ।
নর্দার্ন সুপারচার্জার্সের ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ বলে ১৭ রান দেন বেকার। এরপর নিজের দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরে প্রথম শিকার করেন দাভিদ মালানকে ১৫তম বলে তাকে বোল্ড করে ম্যাচে ফেরেন তিনি।
ইনিংসের শেষদিকে আবার বল হাতে পান বেকার। প্রথম দুটি বলেই তুলে নেন টম লজ ও জ্যাকব ডাফির উইকেট সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। এর মাধ্যমেই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দিয়ে ৫৭ রানের বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার অরিজিনালস।
জস বাটলারের ৬৪* ও হাইনরিখ ক্লাসেনের ৫০* রানে ভর করে ম্যানচেস্টার তোলে ১৭১ রান। জবাবে নর্দার্ন সুপারচার্জার্স থেমে যায় ১১৪ রানে।
বেকার ছাড়াও ৩ উইকেট নেন জশ টং। রাচিন রাভিন্দ্রা ও নুর আহমাদ পান দুটি করে উইকেট।
বিডি প্রতিদিন/মুসা