রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বহুবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে এই বিতর্কিত আচরণের শিকার হয়ে আসছেন তিনি। প্রতিবারই মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন ভিনিসিয়ুস। এবার তার পক্ষে রায় দিল স্পেনের আদালত।
২০২২ সালের ডিসেম্বরে ভায়াদোলিদের ঘরের মাঠে ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন পাঁচজন স্থানীয় সমর্থক। ম্যাচের ৮৮তম মিনিটে ভিনিসিউস বদলি হয়ে মাঠ ছাড়ার সময় ওই দর্শকরা তাকে ‘বানর’ বলে কটাক্ষ করেন। এই ঘটনায় তদন্ত করে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আরোপ করা হয়েছে ১,৬২০ ইউরো জরিমানা।
এর আগেও এমন ঘটনায় শাস্তির মুখে পড়েছেন স্প্যানিশ ফুটবলভক্তরা। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস ও তার সতীর্থ রুডিগারকে নিয়ে বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করায় এক ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে তিনজন দর্শককে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ