ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।
আগামীকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ভারতে উড়াল দেবেন মুস্তাফিজ।
এর আগে গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস।
বিরতির পর আগামীকাল শনিবার থেকে আবারও আইপিএল শুরু হচ্ছে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।
এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি।
লিগ পর্বে আগামী ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ তিনটি ম্যাচ খেলবে দিল্লি।
এই তিন ম্যাচ শেষে আবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুস্তাফিজকে। ২৭ মে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/বাজিত