কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ১৩৪ রানে খুলনা জেলা দলকে পরাজিত করেছে।
টসে জিতে খুলনা প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লাকে। কুমিল্লা ১০ উইকেটে ২৮২ রান করে। দলের পক্ষে ইরফান সর্বোচ্চ ১১৪ রান (নট আউট) করেন। জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা সব উইকেট হারিয়ে ১৪৮ রানে অলআউট হয়ে যায়।
কুমিল্লা জেলার স্কোর: কুমিল্লা ২৮২/১০।
ইরফান ১১৪ (নট আউট), রুবেল মিয়া ২৭, সাইফুল ৩০, আবুবকর ৪৫, ইয়াসিন আরাফাত ২৬, ইয়াসির আরাফাত ১৮ (নট আউট)।
বোলিংয়ে কুমিল্লার পক্ষে রোহান ৩২/৪, সবুজ ৩৬/৩, ইয়াসির আরাফাত ৩৫/২ এবং সায়মন ১৪/১ উইকেট নেন।
খুলনার ইনিংস: সব উইকেট হারিয়ে ১৪৮ রান। দলের পক্ষে সিয়াম ৫২ ও রিয়াজুল ৬০ রান করেন।
বোলিংয়ে খুলনার সুজাত ৩৩/৩ এবং তানভির ৮৭/৪ উইকেট নেন।
কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস ও কোচ মানিক কুমার দাস তথ্যটি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক