খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। রাত ১১টার পর আরও কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে অবরোধে যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘দালাল ভিসির গদিতে, আগুন জ্বালো এক সাথে’,‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো এক সাথে’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগের বেশ কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারের পক্ষ থেকে কুয়েটের উপাচার্যকে সরানোর বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করবেন। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গতকাল এক কর্মসূচি থেকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে শাহবাগে ব্লকেডের ঘোষণা দিয়েছিল।
বিডি প্রতিদিন/নাজিম