চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সরলের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষ প্রথমে মারামারি ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে বাঁশখালী থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে নতুন বাজারে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লবণের মাঠ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ আছে। সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক যুবক বন্ধ দোকানপাটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ‘আপনারা দেখেন ওরা আমাদের গুলি করতেসে। অনেক মানুষ গুলিবিদ্ধ হইসে। দেখেন, আমি গুলি খাইছি। আমার আব্বুকে মেরে হসপিটালে ভর্তি করা হইছে। গুলির আঘাতে আমাদের অনেক মানুষের ক্ষতি হয়েছে। আমরা আইনের কাছে সাহায্য চাই।’
বাঁশখালী উপজেলায় ধারণ করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা এক যুবক নিজের মুখ ও হাতের ক্ষতস্থান দেখিয়ে সাহায্য চাইছেন। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন।
বিডি প্রতিদিন/নাজিম