রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। এটি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল মানিকগঞ্জের জেলে নিমাইয়ের জালে মাছটি ধরা পড়ে। তিনি ফেরিঘাটের ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে মাছটি বিক্রি করেন। সোহেল মোল্লা বলেন, মাছটি ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির ওজন ৩০ কেজি। ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করি। পরে এক ইটালি প্রবাসীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করেছি।