ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে, সে সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এটা লেজুরভিত্তিক রাজনীতির দুর্বৃত্তায়ন।’ সোমবার দিবাগত রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামে, আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের।